শাখাওয়াত হোসেন, ফার্স্ট নিউজ বিডি : আপনি কি মোবাইল-ফোন ব্যবহার করছেন? তাহলে আপনার জন্যে রয়েছে দুঃসংবাদ। বাংলাদেশ সরকারের তথ্য মতে, দেশে প্রায় ১০ কোটি মোবাইল-ফোন এবং ৩ কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে। মোবাইল-ফোন সারা বিশ্বে তথ্য ও যোগাযোগ ক্ষেত্রে এক বিপ্লব সাধন করেছে। মোবাইল আমাদের ব্যবহার করতেই হবে কিন্তু এর একটি বিশাল ক্ষতিকারক দিক রয়েছে। তা হচ্ছে মোবাইল রেডিয়েশন (জধফরধঃরড়হ)। হয়তো আমরা অনেকেই জানিনা মোবাইল রেডিয়েশন কি?
বিজ্ঞানীদের মতে, রেডিয়েশন হচ্ছে ‘তেজস্ক্রীয় রশ্মি’ বা উচ্চ ক্ষমতাসম্পন্ন এক প্রকার ত্বড়িৎ চুম্বকীয় বিচ্ছুরিত শক্তি বা পাওয়ার। যেন আকাশে চমকানো বিদুৎ। অথবা এক মোবাইল থেকে অন্য মোবাইলে কথাবার্তা একটি শক্তির দ্বারা
আসা-যাওয়া করে। ওই শক্তির নামই ‘রেডিয়েশন’।